বর্তমান প্রেক্ষিতে মাডরুমের প্রয়োজনীয়তা
করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে আমরা বিভিন্ন উপায়ে আমাদের বাসস্থান পরিষ্কার রাখার চেষ্টা করছি। বাইরে থেকে আসা বাজার, চাবি, ব্যাগ ইত্যাদি বাসার দোরগোড়ায় রেখে বাসায় প্রবেশ করলে বাড়ি ও পরিবারকে নিরাপদ রাখা সম্ভব। বাড়িতে বাইরে থেকে নিয়ে আসা জিনিসগুলো বাইরে থেকেই জীবাণুমুক্ত করে ভিতরে নিয়ে আসলে এই মহামারীর প্রকোপ থেকে মুক্ত থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়।
এসময় বিভিন্ন দেশের "মাড-রুম" ধারনাকে আমাদের বাসার সামনে বাস্তবায়ন করে নিতে পারি। মাড-রুম সচারাচর বাইরে থেকে এসে জুতা, ভিজা কাপড়, ছাতা রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এতে ভিতরের বাড়িতে প্রবেশের আগে একটি অন্তরায় তৈরি হয় বলে বাড়ি পরিষ্কার রাখা সহজ হয়। এপার্টমেন্টের ক্ষেত্রে ফয়ার বা লিফট লবিকে মাড-রুম হিসেবে গুছিয়ে নেওয়া যায়।