স্টাডি রুমের খুঁটিনাটি: প্রয়োজন, না-কি বিলাসিতা?
আমরা সকলেই স্টাডি রুম ধারনাটির সাথে পরিচিত এবং অনেক বাসাতেই একটি স্টাডি রুম আছে। যদিও বিভিন্ন সময় স্টাডি রুম ডিজাইন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের মধ্যে অনেকের স্টাডি রুম নিয়ে কিছুটা ভুল ধারনা রয়েছে। একটা বড় অংশ মনে করেন, বাসায় আলাদা স্টাডি রুম থাকা একটি বিলাসিতা কিংবা ছোট ফ্ল্যাট বাসায় আলাদা স্টাডি রুম বলে কোন কিছু থাকা সম্ভব নয়। অথচ বিষয়টি খুবই সহজ এবং মোটেও কোন বিলাসিতার ব্যাপার নয়। এই কোভিড মহামারির সময়ে অনেকেই একটি স্টাডি রুম বা স্টাডি প্লেসের প্রয়োজনীয়তা ভীষনভাবে অনুভব করেছেন। এই লক্ষ্যে আমরা আপনাদেরকে জানাতে চাই, কিভাবে একটা স্টাডি রুম সাজাতে হয়।