পরিচ্ছন্নতা | সহমর্মিতা | সহযোগিতা
আসুন সবাই সচেতন হই। করোনা ভাইরাস বা কভিড-১৯ মহামারী চক্রবৃদ্ধি হারে ছড়ায়, যা আমরা এই সপ্তাহে বাংলাদেশে চাক্ষুষ প্রমাণ দেখব। ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অনুগ্রহ করে বাড়িতেই থাকুন। এই মহামারী ছড়ানো রোধে আমাদের ব্যাক্তি পর্যায়ে এতটুকু করা খুবই সহজ।
আমাদের জীবদ্দশায় এইরকম পরিস্থিতি নজিরবিহীন। এই বৈশ্বিক মহামারী প্রতিহত করতে আমাদের সবাইকে সত্যিই একটি জাতি- মানবজাতি হিসেবে কাজ করতে হবে। প্রারম্ভিক পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা এই রোগকে প্রতিরোধ করলেও এখন আমাদের পরিচ্ছন্নতার সাথে সাথে ধৈর্যশীল ও সহমর্মী হতে হবে। এই দুর্যোগের আপাত অবসানের পর আসবে অর্থনৈতিক সংকট। সেই সময় আমাদের সকলকে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে।